মাদক কারবার নিয়ে সংঘর্ষ, অস্ত্র ও মাদকসহ নারী গ্রেপ্তার
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের চকসূত্রাপুর এলাকায় হরিজন সম্প্রদায় ও কসাইপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং অন্তত চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকার হযরত নামের এক ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে হযরতের স্ত্রী শিলা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯টি বড় দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (সি
বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় মাদক কারবার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ ঘটনায় পরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের চকসূত্রাপুর এলাকায় হরিজন সম্প্রদায় ও কসাইপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং অন্তত চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকার হযরত নামের এক ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে হযরতের স্ত্রী শিলা আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯টি বড় দেশীয় অস্ত্র, ১১টি বার্মিজ চাকু এবং ৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (সিডিল) উদ্ধার করে পুলিশ। এ ছাড়া মাদক বিক্রির নগদ টাকা ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই এলাকার মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার শিলা আক্তারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।