আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

কুষ্টিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন শতাধিক নারী। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিসিক শিল্পনগরীর বিআরবি এলাকায় গিয়ে শেষ হয়।  মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমির হামজার দুই গালে জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলে শতাধিক নারী অংশ নিলেও এর সামনে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। এ সময় কয়েকজন নারী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।  তারা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার  (১৬ জানুয়ারি) গভীর রাতে তিনি ওই বক্তব্য ২০২৩ সালে দেওয়া বলে দাবি করে ক্ষমা চান। তবে তার এই ক্ষমা প্রা

আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

কুষ্টিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন শতাধিক নারী। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিসিক শিল্পনগরীর বিআরবি এলাকায় গিয়ে শেষ হয়। 

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমির হামজার দুই গালে জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলে শতাধিক নারী অংশ নিলেও এর সামনে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি।

এ সময় কয়েকজন নারী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

তারা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার  (১৬ জানুয়ারি) গভীর রাতে তিনি ওই বক্তব্য ২০২৩ সালে দেওয়া বলে দাবি করে ক্ষমা চান। তবে তার এই ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা।

প্রতিবাদকারীরা বলেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতির শ্রদ্ধেয় ব্যক্তিদের অবমাননা করলে তার দায় এড়ানোর সুযোগ নেই। এজন্য তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow