ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

ইতালি যাওয়ার পথে লিবিয়ার আল খুমজ উপকূল অঞ্চলের ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই এলাকার ছয় যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।   শুক্রবার (১৪ নভেম্বর) রাতে তাদের মৃত্যু হয়। মৃত দুজন হলেন— জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ। তাদের মধ্যে দুজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখণ্ডা গ্রামে। নিখোঁজরা হলেন— একই গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউনিয়নের গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।  এদিকে মৃত্যু ও নিখোঁজের খবর শোনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেখা যায়, স্বজনরা প্রিয়জনদের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবরে ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরা আহাজারি করছেন।  মৃত এনামুল শেখের বাবা আকোব আলী শেখ বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে লিবিয়ার আল খুমজ উপকূল অঞ্চল থেকে ছেলেসহ কয়েকজন একটি ট্রলারে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। মাঝপথে কো

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

ইতালি যাওয়ার পথে লিবিয়ার আল খুমজ উপকূল অঞ্চলের ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই এলাকার ছয় যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।  

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে তাদের মৃত্যু হয়।

মৃত দুজন হলেন— জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ। তাদের মধ্যে দুজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখণ্ডা গ্রামে।

নিখোঁজরা হলেন— একই গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউনিয়নের গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা। 

এদিকে মৃত্যু ও নিখোঁজের খবর শোনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেখা যায়, স্বজনরা প্রিয়জনদের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবরে ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরা আহাজারি করছেন। 

মৃত এনামুল শেখের বাবা আকোব আলী শেখ বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে লিবিয়ার আল খুমজ উপকূল অঞ্চল থেকে ছেলেসহ কয়েকজন একটি ট্রলারে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। মাঝপথে কোস্টগার্ড তাদের ধাওয়া করলে ট্রলারটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যায়। এক মাস আগে মাদারীপুরের দালাল এনামুলের মাধ্যমে ২১ লাখ টাকার বিনিময়ে ছেলেকে লিবিয়া পাঠিয়েছিলাম। ২১ লাখ টাকার বিনিময়ে ছেলে লাশ হলো।

তিনি আরও বলেন, সরকারের কাছে দাবি, ছেলের লাশটা যাতে দেশে আনার ব্যবস্থা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow