ইসরায়েলের হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ক্রমশ ভঙ্গের মুখে পড়ছে। এরই মধ্যে উত্তর গাজার বেইত লাহিয়ায় “ইয়েলো লাইন” সীমার বাইরে ইসরায়েলের সেনা হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর থেকে দক্ষিণ খান ইউনুসে ভারী আর্টিলারি শেলিংয়ের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গাজা সিটির পূর্বাঞ্চলে মেশিনগানের গুলি ও ড্রোন হামলার শব্দ শোনা গেছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির সীমারেখা অতিক্রম করে নতুন করে অভিযান শুরু করেছে বলে স্থানীয় সূত্র জানায়। এ পরিস্থিতিতে গাজা যুদ্ধবিরতির জামিনদার কাতার ও মিসর তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে, যাতে করে টলমলে অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়ন করা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১২৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নেওয়া হয়। সুত্র- আলজাজিরা।

ইসরায়েলের হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ক্রমশ ভঙ্গের মুখে পড়ছে। এরই মধ্যে উত্তর গাজার বেইত লাহিয়ায় “ইয়েলো লাইন” সীমার বাইরে ইসরায়েলের সেনা হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার ভোর থেকে দক্ষিণ খান ইউনুসে ভারী আর্টিলারি শেলিংয়ের ঘটনা ঘটেছে। একই সঙ্গে গাজা সিটির পূর্বাঞ্চলে মেশিনগানের গুলি ও ড্রোন হামলার শব্দ শোনা গেছে। ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির সীমারেখা অতিক্রম করে নতুন করে অভিযান শুরু করেছে বলে স্থানীয় সূত্র জানায়।

এ পরিস্থিতিতে গাজা যুদ্ধবিরতির জামিনদার কাতার ও মিসর তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে, যাতে করে টলমলে অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়ন করা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১২৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ১৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নেওয়া হয়।

সুত্র- আলজাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow