এবার র‌্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশের অবস্থান কোথায়?

সদ্য সমাপ্ত আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। নাটকীয় ফাইনালে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের নজির গড়ে সাদিও মানের দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার পর এবার ফিফা র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা। চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে ১৭০৬.৮৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে সেনেগাল। আফকনের শিরোপা জিতে ‍+ ৫৮.৭৬ পয়েন্ট পেয়েছে আফ্রিকার নতুন চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের এবারের আসরে হট ফেভারিট ছিল মরক্কো। ২০২২ সালে কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে শেষ চারে জায়গা করে নিয়েছিল দলটি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার আফকনেও ছুঁটছিল দুর্দান্ত গতিতে। কিন্তু ফাইনালে ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। আর তারই ফলস্বরূপ স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। তা না হলে হয়তো গল্পটা ভিন্নরকমের হতে পারত। ফাইনাল হারা মরক্কোরও অগ্রগতি হয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। ৩ ধাপ এগিয়েছে তারা। ফলে বর্তমানে আটে উঠে এসেছে তারা, যা দলটির ইতিহাসের সর্বোচ্চ র‍্

এবার র‌্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশের অবস্থান কোথায়?

সদ্য সমাপ্ত আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। নাটকীয় ফাইনালে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের নজির গড়ে সাদিও মানের দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার পর এবার ফিফা র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।

চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে ১৭০৬.৮৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে সেনেগাল। আফকনের শিরোপা জিতে ‍+ ৫৮.৭৬ পয়েন্ট পেয়েছে আফ্রিকার নতুন চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের এবারের আসরে হট ফেভারিট ছিল মরক্কো। ২০২২ সালে কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে শেষ চারে জায়গা করে নিয়েছিল দলটি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার আফকনেও ছুঁটছিল দুর্দান্ত গতিতে। কিন্তু ফাইনালে ব্রাহিম দিয়াজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। আর তারই ফলস্বরূপ স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। তা না হলে হয়তো গল্পটা ভিন্নরকমের হতে পারত।

ফাইনাল হারা মরক্কোরও অগ্রগতি হয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। ৩ ধাপ এগিয়েছে তারা। ফলে বর্তমানে আটে উঠে এসেছে তারা, যা দলটির ইতিহাসের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। তাদের আগের সেরা র‍্যাঙ্কিং ছিল দশম স্থান। সেনেগাল ও মরক্কো ছাড়াও আফ্রিকান দলগুলোর মধ্যে বলার মতো উন্নতি করেছে নাইজেরিয়া। সবচেয়ে বেশি ১২ ধাপ উন্নতি করে ২৬ নম্বরে উঠে এসেছে সুপার ঈগলসরা। মরক্কোর কাছে হেরে আফকনের সেমিফাইনাল থেকে বিদায় নেয় দলটি। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিসরকে হারায় নাইজেরিয়া। তার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

তবে ফিফা প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। যথারীতি আগের অবস্থান ১৮০ নম্বরেই আছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের মতো একই অবস্থা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল ও ফ্রান্সের। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। সেরা পাঁচের বাকি দলগুলো হলো যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। পরের স্থান দুটিতে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং নেদারল্যান্ডস। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow