এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুড়া এরোমেটিক চালের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং তাসনিয়া ফারিণ।  রোববার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আযোজন করা হয়।  ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে তাসনিয়া ফারিণ এরফান চিনিগুড়া এরোমেটিক চালের বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারনার কাজে অংশ্রগহন করবেন। এ চুক্তির মেয়াদ হবে দুই বছর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম, মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং (রিটেল), জিয়াউর রহমান, এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যনেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিন), মাসুদ পারভেজ, ম্যানেজার-অ্যাকাউন্টস,  এরফান গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুড়া এরোমেটিক চালের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং তাসনিয়া ফারিণ। 

রোববার (১১ জানুয়ারি) রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আযোজন করা হয়। 

ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে তাসনিয়া ফারিণ এরফান চিনিগুড়া এরোমেটিক চালের বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারনার কাজে অংশ্রগহন করবেন। এ চুক্তির মেয়াদ হবে দুই বছর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম, মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং (রিটেল), জিয়াউর রহমান, এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যনেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিন), মাসুদ পারভেজ, ম্যানেজার-অ্যাকাউন্টস,  এরফান গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow