কাজের বুয়াকে ধর্ষণের অভিযোগে পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলামান কাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এক গৃহকর্মীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গৃহকর্মী তার করা এজাহারে অভিযোগ করেছেন, তিনি সুলামান কাদিরের বাসায় কাজ করতেন। একপর্যায়ে সুলামান তাকে জোর করে নিজের ফার্মহাউসে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। এমন অভিযোগের পর পুলিশ সুলামান কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ প্রসঙ্গে পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগকারী গৃহকর্মীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সুলামান কাদিরের বয়স ৪১। তিনি নিজেও একসময় পেশাদার ক্রিকেট খেলেছেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
সুলামানের বাবা আবদুল কাদির সম্পর্কে অবশ্য নতুন করে বলার কিছু নেই। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম; যার পরিচিতি গোটা ক্রিকেট দুনিয়াজু
পাকিস্তানের সাবেক কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে সুলামান কাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এক গৃহকর্মীর দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গৃহকর্মী তার করা এজাহারে অভিযোগ করেছেন, তিনি সুলামান কাদিরের বাসায় কাজ করতেন। একপর্যায়ে সুলামান তাকে জোর করে নিজের ফার্মহাউসে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। এমন অভিযোগের পর পুলিশ সুলামান কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এ প্রসঙ্গে পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগকারী গৃহকর্মীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সুলামান কাদিরের বয়স ৪১। তিনি নিজেও একসময় পেশাদার ক্রিকেট খেলেছেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
সুলামানের বাবা আবদুল কাদির সম্পর্কে অবশ্য নতুন করে বলার কিছু নেই। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম; যার পরিচিতি গোটা ক্রিকেট দুনিয়াজুড়ে। ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। ১৯৮০–এর দশকে লেগ স্পিন বোলিংয়ের শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই পাক কিংবদন্তি। ২০১৯ সালের সেপ্টেম্বর পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান আবদুল কাদির।