ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকান ঘিরে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগের ভিত্তিতে চার সদস্যের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়।  কমিটির সদস্য ও সহকারী প্রক্টর ড. একেএম নূর আলম সিদ্দিকী জানান, রোববার দুপুর ২টায় কমিটি মিটিং করে করণীয় ঠিক করবে এবং আজই প্রতিবেদন প্রস্তুত করার চেষ্টা করবে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী। এছাড়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া সদস্য এবং এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তফা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে কমিটিকে অভিযোগের সত্যতা উদঘাটন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করা ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। স্মারকলিপিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকস

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকান ঘিরে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগের ভিত্তিতে চার সদস্যের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়।  কমিটির সদস্য ও সহকারী প্রক্টর ড. একেএম নূর আলম সিদ্দিকী জানান, রোববার দুপুর ২টায় কমিটি মিটিং করে করণীয় ঠিক করবে এবং আজই প্রতিবেদন প্রস্তুত করার চেষ্টা করবে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী। এছাড়া সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া সদস্য এবং এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তফা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে কমিটিকে অভিযোগের সত্যতা উদঘাটন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার সকালে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করা ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। স্মারকলিপিতে বলা হয়েছে, সেপ্টেম্বরের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের সিন্ডিকেট গঠন করেছে। ছাত্রদল অভিযোগ করেছে, অভিযুক্তরা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা জানিয়েছে, ক্যাম্পাসের শান্তি ও শিক্ষার পরিবেশ রক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে রোববার রাত ৮টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow