কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব গণজোয়ার। বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের নেতৃত্বে বিশাল মিছিলের মধ্য দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সরেজমিন দেখা গেছে, নেতাকর্মীর স্রোতে দুপুরের আগেই আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেককে মাঠের আশপাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিতে দেখা গেছে। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন জনসমাগম তাদের নতুন করে আন্দোলনে উজ্জীবিত করেছে। তারা আশা প্রকাশ করেন, এই জনসভা থেকে তারেক রহমান দেশের রাজনৈতিক সংকট উত্তরণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। জনসভাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জমান কামরুল বলেন, ২১ বছর পর আমাদের

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব গণজোয়ার। বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের নেতৃত্বে বিশাল মিছিলের মধ্য দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সরেজমিন দেখা গেছে, নেতাকর্মীর স্রোতে দুপুরের আগেই আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেককে মাঠের আশপাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিতে দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন জনসমাগম তাদের নতুন করে আন্দোলনে উজ্জীবিত করেছে। তারা আশা প্রকাশ করেন, এই জনসভা থেকে তারেক রহমান দেশের রাজনৈতিক সংকট উত্তরণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

জনসভাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জমান কামরুল বলেন, ২১ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সিলেটের মাটিতে আসছেন। এটি শুধু একটি জনসভা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নতুন সূচনা। সিলেট ও সুনামগঞ্জের মানুষ আজ প্রমাণ করেছে—বিএনপি এখনো জনগণের দল।

তিনি আরও বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে, দেশের মানুষ পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow