‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছে।  সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-গৌরীপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে উপজেলার নাগদা এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় ২৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), চান্দ্রা বাজার এলাকার বায়েজিদ (৩), একই এলাকার ইয়াসমিন (২৪), চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫), সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর থেকে বাসচালক ও চালকের সহকারী পলাতক। বাসের একাধিক যাত্রীরা বলেন,

‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছে।  সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-গৌরীপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে উপজেলার নাগদা এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় ২৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), চান্দ্রা বাজার এলাকার বায়েজিদ (৩), একই এলাকার ইয়াসমিন (২৪), চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫), সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর থেকে বাসচালক ও চালকের সহকারী পলাতক। বাসের একাধিক যাত্রীরা বলেন, ‘হঠাৎ বাসটি উল্টাইয়া খালে পড়ে যায়। কিছু বুঝে উঠার আগেই দেখি সব যাত্রীরা খালের পানিতে। আল্লাহ আমাদের মরণের পথ থেকে বাঁচাইছে।’ স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, আমি বাড়িতে কাজ করতেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে আসি। এসে দেখি বাস খালে পড়ে আছে। তারপর বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow