কুমিল্লায় বিএনপি প্রার্থীর প্রচারণায় মাইকিং করতে গিয়ে কর্মীর মৃত্যু
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী প্রচারণায় মাইকিং করতে গিয়ে ইউসুফ ভান্ডারি (৪৬) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ ভান্ডারি লাকসাম পৌরসভার ফতেপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল বাশার ভান্ডারির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ ভান্ডারি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগতভাবে তিনি মাইকিং প্রচারণায় পারদর্শী ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি সিএনজি অটোরিকশাযোগে বিএনপি প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে মাইকিং করে আসছিলেন। বুধবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালী এলাকায় মাইকিং করার সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইউসুফ ভান্ডারির মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাকসাম পৌরসভা বিএনপি
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী প্রচারণায় মাইকিং করতে গিয়ে ইউসুফ ভান্ডারি (৪৬) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ইউসুফ ভান্ডারি লাকসাম পৌরসভার ফতেপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল বাশার ভান্ডারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ ভান্ডারি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগতভাবে তিনি মাইকিং প্রচারণায় পারদর্শী ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি সিএনজি অটোরিকশাযোগে বিএনপি প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে মাইকিং করে আসছিলেন।
বুধবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালী এলাকায় মাইকিং করার সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ইউসুফ ভান্ডারির মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, ইউসুফ ভান্ডারি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দলীয় প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত টি-শার্ট পরে মাইকিং করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। দলের পক্ষ থেকে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?