কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের বা পক্ষের অবস্থান নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে তিনি অত্যন্ত আগ্রহী। তিনি এই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং নির্বাচনের ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।” রাষ্ট্রদূত আরও জানান, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাকে আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন দিবসটি একটি উৎসবমুখর পরি

কোনো পক্ষ নয়, নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের বা পক্ষের অবস্থান নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে তিনি অত্যন্ত আগ্রহী। তিনি এই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং নির্বাচনের ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন বলেও উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।”

রাষ্ট্রদূত আরও জানান, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তাকে আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন দিবসটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি বলেন, “আমিও আশা করি নির্বাচনটি হবে আনন্দময় ও উৎসবপূর্ণ, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এবং নিজেদের মতামত প্রকাশ করবেন।”

সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে পাওয়া তথ্য ও প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, নির্বাচন আয়োজন সংক্রান্ত যেসব বিষয় সিইসি তার সঙ্গে ভাগ করেছেন, সেগুলো তাকে আশাবাদী করেছে। একই সঙ্গে তিনিও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow