চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, জিম্মি ৩ সদস্য

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত একজন ও তিন সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, জিম্মি সদস্যদের উদ্ধারে র‍্যাবের অতিরিক্ত ফোর্স, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আহত র‍্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। অতর্কিত হামলায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আটকে পড়া সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, র‍্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যৌথভাবে পরিস্থিতি নিয়ন্

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, জিম্মি ৩ সদস্য

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত একজন ও তিন সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জিম্মি সদস্যদের উদ্ধারে র‍্যাবের অতিরিক্ত ফোর্স, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আহত র‍্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। অতর্কিত হামলায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আটকে পড়া সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, র‍্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow