চবি ভর্তি পরীক্ষায় তৃতীয়, রাবিতে জালিয়াতি করতে গিয়ে ধরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতি করার অপরাধে দিব্য জ্যোতি নামের এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক এই শিক্ষার্থী সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তৃতীয় হয়েছিলেন। তার ভর্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় তাকে আটক করা হয়। তিনি জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০২ নম্বর কক্ষ মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। তার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান কালবেলাকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আটক হওয়া শিক্ষার্থীর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে তৃতীয় হয়েছিল। আমরা তার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেব। এ দিকে দিব্য জ্যোতি সাহা নামের এক ফেসবুক আইডিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফলাফল শেয়ার করে লেখা হয়, পুর

চবি ভর্তি পরীক্ষায় তৃতীয়, রাবিতে জালিয়াতি করতে গিয়ে ধরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতি করার অপরাধে দিব্য জ্যোতি নামের এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক এই শিক্ষার্থী সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তৃতীয় হয়েছিলেন। তার ভর্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় তাকে আটক করা হয়। তিনি জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০২ নম্বর কক্ষ মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।

তার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান কালবেলাকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আটক হওয়া শিক্ষার্থীর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে তৃতীয় হয়েছিল। আমরা তার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেব।

এ দিকে দিব্য জ্যোতি সাহা নামের এক ফেসবুক আইডিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফলাফল শেয়ার করে লেখা হয়, পুরাই আনএক্সপেক্টেড।

দিব্য জ্যোতি সাহার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে। তবে তার স্থায়ী নিবাস খুলনায় বলে জানা গেছে। তার বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় বেলা ১১টা থেকে। পরীক্ষা চলাকালীন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন হলের পর্যবেক্ষক এক শিক্ষক। তিনি দেখতে পান ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটা ছবি তোলেন। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করা হয়। এরপর প্রক্টর অফিসে তাকে নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম। কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, আমাদের হলের এক পর্যবেক্ষক পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন। দেখা যায়, সে ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়। বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow