চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব ও তার দুই সহযোগীকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড় ১১টার দিকে শহরের চৌধুরী বাজারে একটি রেস্তোরাঁয় সাকিবসহ তার ২ সহযোগী চাঁদাবাজি করতে যায়। এ সময় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী পৌঁছে তাদের আটক করে নিয়ে আসে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বহিষ্কার করে সংগঠনটি।

চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব ও তার দুই সহযোগীকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড় ১১টার দিকে শহরের চৌধুরী বাজারে একটি রেস্তোরাঁয় সাকিবসহ তার ২ সহযোগী চাঁদাবাজি করতে যায়। এ সময় ব্যবসায়ীরা তাদেরকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে যৌথ বাহিনী পৌঁছে তাদের আটক করে নিয়ে আসে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বহিষ্কার করে সংগঠনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow