চার নায়কের মাঝে শাবনূর

ঢাকাই সিনেমার কোটি মানুষের হৃদয়ের রানি শাবনূর। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই এক ফ্রেমে বন্দি হলেন ঢালিউডের চার নায়কের সঙ্গে। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে সহকর্মীদের পেয়ে বেশ আনন্দঘন সময় কাটালেন এই নায়িকা। সম্প্রতি শাবনূরের সঙ্গে দেখা করেছেন চার চিত্রনায়ক—কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন এবং আলেকজান্ডার বো। উল্লেখ্য, এই চার নায়কের মধ্যে আলেকজান্ডার বো ছাড়া বাকি তিনজনের বিপরীতেই বিভিন্ন সময়ে অভিনয় করেছেন শাবনূর। এই মিলনমেলা শেষে জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যের ঘরে। শাবনূরের চিরসবুজ রূপ দেখে মুগ্ধ হয়ে একজন লিখেছেন, ‘শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। তাকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কী নির্মল হাসি, শান্ত উপস্থিতি।’ জানা গেছে, গত বছরের এ

চার নায়কের মাঝে শাবনূর

ঢাকাই সিনেমার কোটি মানুষের হৃদয়ের রানি শাবনূর। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আর সেখানেই এক ফ্রেমে বন্দি হলেন ঢালিউডের চার নায়কের সঙ্গে। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে সহকর্মীদের পেয়ে বেশ আনন্দঘন সময় কাটালেন এই নায়িকা।

সম্প্রতি শাবনূরের সঙ্গে দেখা করেছেন চার চিত্রনায়ক—কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন এবং আলেকজান্ডার বো। উল্লেখ্য, এই চার নায়কের মধ্যে আলেকজান্ডার বো ছাড়া বাকি তিনজনের বিপরীতেই বিভিন্ন সময়ে অভিনয় করেছেন শাবনূর। এই মিলনমেলা শেষে জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়ছেন মন্তব্যের ঘরে। শাবনূরের চিরসবুজ রূপ দেখে মুগ্ধ হয়ে একজন লিখেছেন, ‘শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। তাকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কী নির্মল হাসি, শান্ত উপস্থিতি।’

জানা গেছে, গত বছরের এপ্রিলে সিডনি থেকে মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন শাবনূর। তখন অসুস্থ মাকে নিয়ে তড়িঘড়ি অস্ট্রেলিয়া ফিরে গেলেও জানিয়েছিলেন বছর শেষে দেশে ফিরবেন। কিন্তু একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই গন্তব্য বদলে যায়। ছেলেকে যখন জিজ্ঞেস করেছিলেন সে আমেরিকা যেতে চায় কি না, আইজানের উত্তর ছিল—‘হ্যাঁ’। ছেলের সেই আবদার মেটাতেই এবারের যুক্তরাষ্ট্র সফর।

মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। এর আগে তিনি দেখা করেছেন মৌসুমী, অমিত হাসান ও কাজী মারুফের সঙ্গে। জানা গেছে, আরও কয়েক দিন তিনি সেখানে অবস্থান করবেন এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow