ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের হাতে ফুল দিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন। এ সময় সরওয়ার আলমগীর তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি প্রার্থী।  ছাত্রদলে যোগদানকৃতরা হলেন চট্টগ্রাম মহানগর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, সামির সিদ্দিকী ও মো. রিয়াদ। চট্টগ্রাম মহানগর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন। এ ছাড়া দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির অবদান অসামান্য। তাই আমরা এ দলে যোগদান করেছি। ছাত্রদল চট্টগ্রাম-২ সংসদীয় আসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের হাতে ফুল দিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন। এ সময় সরওয়ার আলমগীর তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি প্রার্থী। 

ছাত্রদলে যোগদানকৃতরা হলেন চট্টগ্রাম মহানগর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, সামির সিদ্দিকী ও মো. রিয়াদ।

চট্টগ্রাম মহানগর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন। এ ছাড়া দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির অবদান অসামান্য। তাই আমরা এ দলে যোগদান করেছি।

ছাত্রদল চট্টগ্রাম-২ সংসদীয় আসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন। সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দীন শাহীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন ও ছাত্রনেতা গিয়াস উদ্দিন মামুন। 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow