জানা গেল রমজান শুরুর তারিখ

বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। আত্মশুদ্ধির এই মাসকে ঘিরে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডারে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরু হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। সে হিসেবে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের বিধান অনুসারে, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।  হিজরি বর্ষপঞ্জি চ

জানা গেল রমজান শুরুর তারিখ
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। আত্মশুদ্ধির এই মাসকে ঘিরে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডারে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরু হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। সে হিসেবে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের বিধান অনুসারে, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।  হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। তবে চাঁদ দেখা সাপেক্ষে মাসটি ২৯ দিনের হলে ১৮ মার্চেই রমজান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও জানানো হয়েছে। আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ২০ অথবা ২১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow