জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ বিএনপি প্রার্থীর

নির্বাচনি প্রচারণা শুরুর চতুর্থ দিনে ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এতো বছর ভোট না দিতে পেরে গণতন্ত্র ও নির্বাচনের ওপরে মানুষের খারাপ অভিজ্ঞতা আছে। তাদরকে বোঝানোর পর বুঝতে পারছে এবং ভোট উৎসব মূখর পরিবেশে ভোট দিতে চাচ্ছে। জামায়াত প্রার্থীর পক্ষে কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে আচরণ বিধি লঙ্ঘন করে মানুষের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশেপাশের এলাকায় প্রচার প্রচারণা চালান। চৌধুরী নায়াব ইউসুফ অভিযোগ করেন, বিগত সরকার গোপালগঞ্জকে প্রাধান্য দিতেই ফরিদপুরকে বিভাগে উন্নীত করেনি, তবে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এসময় তিনি নারীদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ফরিদপুর জেলা জামায়াতের আমীর মো. বদরুদ্দীন জাগো নিউজকে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন এবং মনগড়া। এন কে বি নয়ন/এনএইচআর/এমএস

জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ বিএনপি প্রার্থীর

নির্বাচনি প্রচারণা শুরুর চতুর্থ দিনে ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, এতো বছর ভোট না দিতে পেরে গণতন্ত্র ও নির্বাচনের ওপরে মানুষের খারাপ অভিজ্ঞতা আছে। তাদরকে বোঝানোর পর বুঝতে পারছে এবং ভোট উৎসব মূখর পরিবেশে ভোট দিতে চাচ্ছে। জামায়াত প্রার্থীর পক্ষে কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে আচরণ বিধি লঙ্ঘন করে মানুষের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশেপাশের এলাকায় প্রচার প্রচারণা চালান।

চৌধুরী নায়াব ইউসুফ অভিযোগ করেন, বিগত সরকার গোপালগঞ্জকে প্রাধান্য দিতেই ফরিদপুরকে বিভাগে উন্নীত করেনি, তবে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুরকে বিভাগ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এসময় তিনি নারীদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফরিদপুর জেলা জামায়াতের আমীর মো. বদরুদ্দীন জাগো নিউজকে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন এবং মনগড়া।

এন কে বি নয়ন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow