জুলাই যোদ্ধা নুসরাত জাহানের বাবার ইন্তেকাল , জানাজায় অসংখ্য মানুষ
কিশোরগঞ্জের জুলাই যোদ্ধা ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানের বাবা মোঃ শরিফ উদ্দিন (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার তাঁর বুকে ব্যথা অনুভব হলে হাসপাতালে এনে তাঁকে ভর্তি করা হয়েছিল। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মো: শরিফ উদ্দিন গুজাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় তিনি একাধিক মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ প্রতিষ্ঠায় জড়িত ছিলেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি পিটুয়া গ্রামের পাচুশাহ দরগা ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর জানাজায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আল আমিন, জুলাই আন্দোলনের
কিশোরগঞ্জের জুলাই যোদ্ধা ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহানের বাবা মোঃ শরিফ উদ্দিন (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার তাঁর বুকে ব্যথা অনুভব হলে হাসপাতালে এনে তাঁকে ভর্তি করা হয়েছিল।
তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো: শরিফ উদ্দিন গুজাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় তিনি একাধিক মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ প্রতিষ্ঠায় জড়িত ছিলেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি পিটুয়া গ্রামের পাচুশাহ দরগা ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
তাঁর জানাজায় বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: আল আমিন, জুলাই আন্দোলনের সংগঠক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: সায়েদ সুমন, জুলাই আন্দোলনের সংগঠক শেখ মুদ্দাছির তুসি, আশরাফ আলী সোহান, খালেদুর রহমান ফুরাদসহ জেলা ও উপজেলার বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং অসংখ্য মানুষ অংশ নেন।
নুসরাত জাহানের বাবা মো: শরিফ উদ্দিনের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন নেতাকর্মী শোক প্রকাশ করেছেন।
What's Your Reaction?