জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল বাড়ির ভেতরে, আহত ৩
সদরের চল্লিশ পীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়লে ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হিলি বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলার কালাই উপজেলার ভিল্লি গ্রামের আলু ব্যবসায়ী রানা হোসেন (৪৫) ও উজ্জ্বল হোসেন (২৭)। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিলিমুখী দ্রুতগতির একটি ট্রাক বাইপাস সড়কে চলাচলের সময় ইটবোঝাই একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি বাড়ির সামনে থাকা গাছ ভেঙে ট্রাকটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পাশে থাকা দুই আলু ব্যবসায়ী ও ট্রাকচালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সদরের চল্লিশ পীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতরে ঢুকে পড়লে ট্রাকচালকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হিলি বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলার কালাই উপজেলার ভিল্লি গ্রামের আলু ব্যবসায়ী রানা হোসেন (৪৫) ও উজ্জ্বল হোসেন (২৭)। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিলিমুখী দ্রুতগতির একটি ট্রাক বাইপাস সড়কে চলাচলের সময় ইটবোঝাই একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি বাড়ির সামনে থাকা গাছ ভেঙে ট্রাকটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পাশে থাকা দুই আলু ব্যবসায়ী ও ট্রাকচালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
What's Your Reaction?