টেকনাফে কৃষিজমি থেকে ৬ কৃষক অপহরণ, উদ্ধারে অভিযান চলছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পাহাড়সংলগ্ন কৃষিজমিতে কাজ করতে গিয়ে অস্ত্রধারীদের হাতে অপহৃত হয়েছেন ছয়জন কৃষক। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান চলছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র। অপহৃতরা হলেন- হোয়াইক্যং মিনাবাজার এলাকার মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০)। এ ছাড়া একই ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। স্বজনদের দাবি, সকালে জমিতে কাজ করতে গিয়ে তারা আর বাড়ি ফেরেননি। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জালাল জানান, মঙ্গলবার সকালে মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজে যাওয়ার পথে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ছয়জনকে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি দ্রুত অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন। পুলিশ জানায়, ভুক্তভোগী
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পাহাড়সংলগ্ন কৃষিজমিতে কাজ করতে গিয়ে অস্ত্রধারীদের হাতে অপহৃত হয়েছেন ছয়জন কৃষক। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান চলছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র।
অপহৃতরা হলেন- হোয়াইক্যং মিনাবাজার এলাকার মৃত সুলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), রবিউল আলমের ছেলে শফি আলম (১৩), এজাহার হোসেনের ছেলে মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), মৃত শামসুল আলমের ছেলে জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০)। এ ছাড়া একই ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।
স্বজনদের দাবি, সকালে জমিতে কাজ করতে গিয়ে তারা আর বাড়ি ফেরেননি। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জালাল জানান, মঙ্গলবার সকালে মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজে যাওয়ার পথে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ছয়জনকে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি দ্রুত অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও এপিবিএন যৌথভাবে কাজ করছে। অপহরণের পর থেকে নিখোঁজদের পরিবার চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।
What's Your Reaction?