ধানক্ষেতে গিয়ে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী

ক্ষেতে-খামারে গিয়ে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত পঞ্চগড়-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।  মঙ্গলবার (১৮ নভেম্বর) বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে গিয়ে কৃষক-শ্রমিকদের সুখ দুঃখের গল্প ও কথা শুনেছেন তিনি।  ফরহাদ হোসেন আজাদ বলেন, এভাবে মাঠপর্যায়ের কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের বাস্তব সমস্যাগুলো জানতে ও সমাধানের পথ খুঁজতে তার এই উদ্যোগকে স্থানীয় কৃষকরা ইতিবাচকভাবে গ্রহণ করছেন। মাটি, মানুষ আর মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকেই ফার্মার্স কার্ডসংক্রান্ত বিভিন্ন সম্ভাবনা ও সুবিধা নিয়ে তিনি সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলছেন। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন।  তিনি আরও বলেন, কৃষকদের পরামর্শ, অভিজ্ঞতা ও মতামত জানার চেষ্টা করছেন। গ্রামীণ কৃষির উন্নয়ন, কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সরকারি সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে ফার্মার্স কার্ডের গুরুত্ব তুলে ধরে তিনি কৃষকদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

ধানক্ষেতে গিয়ে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী

ক্ষেতে-খামারে গিয়ে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত পঞ্চগড়-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে গিয়ে কৃষক-শ্রমিকদের সুখ দুঃখের গল্প ও কথা শুনেছেন তিনি। 

ফরহাদ হোসেন আজাদ বলেন, এভাবে মাঠপর্যায়ের কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের বাস্তব সমস্যাগুলো জানতে ও সমাধানের পথ খুঁজতে তার এই উদ্যোগকে স্থানীয় কৃষকরা ইতিবাচকভাবে গ্রহণ করছেন। মাটি, মানুষ আর মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকেই ফার্মার্স কার্ডসংক্রান্ত বিভিন্ন সম্ভাবনা ও সুবিধা নিয়ে তিনি সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলছেন। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন। 

তিনি আরও বলেন, কৃষকদের পরামর্শ, অভিজ্ঞতা ও মতামত জানার চেষ্টা করছেন। গ্রামীণ কৃষির উন্নয়ন, কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সরকারি সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে ফার্মার্স কার্ডের গুরুত্ব তুলে ধরে তিনি কৃষকদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow