বটতলায় যুদ্ধ শেষে প্রিয়জনের কবর খুঁজে ফেরা

বটতলা নাট্যদল নিয়ে আসছে তাদের নতুন মঞ্চনাটক ‘যোজনগন্ধা মায়া’। এটি দলের ২৫তম প্রযোজনা। বদরুজ্জামান আলমগীরের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন ইমরান খান মুন্না। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। পরদিন ২৮ নভেম্বর একই মঞ্চে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুটি শো হবে। নাট্যকার বদরুজ্জামান আলমগীর নাটকটি নিয়ে বলেন, ‌‘যেকোনো লড়াইয়ের সময় রাজনীতিবিদদের হাতে থাকে ক্ষমতা, ধনীদের থাকে অর্থ। তারা নিরাপদে থাকে। কিন্তু যুদ্ধে নামে সাধারণ মানুষ। যুদ্ধ শেষ হলে ক্ষমতাধরদের কেবল অবস্থান বদলায়, ব্যবসায়ীর লাভ বাড়ে। আর প্রান্তিক মানুষেরা খুঁজতে থাকে যুদ্ধে হারানো প্রিয়জনের কবর। সেই খুঁজে ফেরাই ‘যোজনগন্ধা মায়া’র গল্প।’ আরও পড়ুন আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকেআদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান নির্দেশক ইমরান খান মুন্না জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে সামিনা লুৎফা নিত্রার মাধ্যমে নাটকটির কথা জানতে পারেন তিনি। তখন থেকেই এটি মঞ্চে আনার পরিকল্পনা শুরু করেন। তার ভাষায়, ‘এ নাটকের ভেতরে এক অদ্ভুত বেদনা কাজ ক

বটতলায় যুদ্ধ শেষে প্রিয়জনের কবর খুঁজে ফেরা

বটতলা নাট্যদল নিয়ে আসছে তাদের নতুন মঞ্চনাটক ‘যোজনগন্ধা মায়া’। এটি দলের ২৫তম প্রযোজনা। বদরুজ্জামান আলমগীরের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন ইমরান খান মুন্না। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

পরদিন ২৮ নভেম্বর একই মঞ্চে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় আরও দুটি শো হবে।

নাট্যকার বদরুজ্জামান আলমগীর নাটকটি নিয়ে বলেন, ‌‘যেকোনো লড়াইয়ের সময় রাজনীতিবিদদের হাতে থাকে ক্ষমতা, ধনীদের থাকে অর্থ। তারা নিরাপদে থাকে। কিন্তু যুদ্ধে নামে সাধারণ মানুষ। যুদ্ধ শেষ হলে ক্ষমতাধরদের কেবল অবস্থান বদলায়, ব্যবসায়ীর লাভ বাড়ে। আর প্রান্তিক মানুষেরা খুঁজতে থাকে যুদ্ধে হারানো প্রিয়জনের কবর। সেই খুঁজে ফেরাই ‘যোজনগন্ধা মায়া’র গল্প।’

আরও পড়ুন
আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে
আদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান

নির্দেশক ইমরান খান মুন্না জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে সামিনা লুৎফা নিত্রার মাধ্যমে নাটকটির কথা জানতে পারেন তিনি। তখন থেকেই এটি মঞ্চে আনার পরিকল্পনা শুরু করেন। তার ভাষায়, ‘এ নাটকের ভেতরে এক অদ্ভুত বেদনা কাজ করে। মা যেমন সন্তানের অপেক্ষায় থাকে, তেমনি একটি জনপদ মুক্তির অপেক্ষায় থাকে। কিন্তু সেই মুক্তি কি কখনো আসে? হারিয়ে যাওয়া সন্তানের জন্য মায়ের এই অপেক্ষাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে।’

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, মোহাম্মদ আলী হায়দার, কাজী রোকসানা রুমা, গোলাম মাহবুব মাসুম, মনিরা খাতুন সৃষ্টি, মুন ইসলাম, নিরঞ্জন দাস, আশরাফুল ইসলাম অশ্রু, শাহাদত হোসেনসহ অনেকে। সুর ও সংগীত পরিকল্পনায় আছেন পলাশ নাথ লোচন ও চন্দ্রাবতী ইভা। পোশাক পরিকল্পনা করেছেন মহসিনা আক্তার এবং আলোক পরিকল্পনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মন।

যারা আগেই টিকিট নিশ্চিত করতে চান, বটতলার ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে ‘যোজনগন্ধা মায়া’-এর অগ্রিম টিকিট।

এলআইএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow