নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টিপুর গ্রামের বাসিন্দা খাদিজা (২৮) ও তার মেয়ে ফাতেমা (১৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার থেকে কাঠবোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকের পাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করে। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে পড়ে গেলে তাতে থাকা মা-মেয়ে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। এদিকে, এ দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটিতে হামলা চালিয়ে সামনের কাচ ভেঙে দেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আরমান হোসেন রুমন/কেএইচকে/জেআইএম

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টিপুর গ্রামের বাসিন্দা খাদিজা (২৮) ও তার মেয়ে ফাতেমা (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার থেকে কাঠবোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকের পাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করে। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে পড়ে গেলে তাতে থাকা মা-মেয়ে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। এদিকে, এ দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটিতে হামলা চালিয়ে সামনের কাচ ভেঙে দেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরমান হোসেন রুমন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow