নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, ধানের শীষ বিএনপির শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি পেতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাই আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সমাবেশ অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, জেলা বিএনপির সাবেক ধর্ম

নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, ধানের শীষ বিএনপির শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি পেতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাই আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সমাবেশ অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামাদলের সাবেক সাধরাণ সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন ও বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow