নাটোর আদালত প্রাঙ্গণে বাদী-বিবাদী সংঘর্ষ, আটক ৩

নাটোর আদালত প্রাঙ্গণে একটি মামলার বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের মধ্যে বাদীপক্ষের রয়েছেন নাটোর সদর উপজেলার গৌরীপুর (হয়বতপুর) এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিদুল (৩৮) ও শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে মো. জনি খান (২৪)। বিবাদীপক্ষের ব্যক্তিদের মধ্যে রয়েছেন লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার মো. লোকমান সরকারের ছেলে মো. রানা (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে বাদী ও বিবাদী উভয় পক্ষ আদালতে আসেন। দুপুরে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণেই দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের ৮-১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম জানান, আজ দুপুরে আদালতে মামলাটির শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালত চত্বরের বাইরে উ

নাটোর আদালত প্রাঙ্গণে বাদী-বিবাদী সংঘর্ষ, আটক ৩

নাটোর আদালত প্রাঙ্গণে একটি মামলার বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের মধ্যে বাদীপক্ষের রয়েছেন নাটোর সদর উপজেলার গৌরীপুর (হয়বতপুর) এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিদুল (৩৮) ও শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে মো. জনি খান (২৪)।

বিবাদীপক্ষের ব্যক্তিদের মধ্যে রয়েছেন লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার মো. লোকমান সরকারের ছেলে মো. রানা (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে বাদী ও বিবাদী উভয় পক্ষ আদালতে আসেন। দুপুরে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণেই দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের ৮-১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম জানান, আজ দুপুরে আদালতে মামলাটির শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালত চত্বরের বাইরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আইন-শৃংখলা বজায় রাখতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow