নড়াইল-১ ও ২ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইলে সংসদীয় আসন দু’টি। নড়াইল-১ (৯৩) ও নড়াইল-২ (৯৪)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নড়াইল-১ আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও নড়াইল-২ আসনে জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। গতবুধবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট থেকে জামায়াতে ইসলামির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমির জাকির হোসেনসহ অনেকেই। জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান জানান,‘বুধবার বিকালে নড়াইল দু’টি আসনে দলের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এসময় প্রার্থীরা উপস্থিত ছিলেন না। ফরমগুলি পূরণ ক

নড়াইল-১ ও ২ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইলে সংসদীয় আসন দু’টি। নড়াইল-১ (৯৩) ও নড়াইল-২ (৯৪)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নড়াইল-১ আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও নড়াইল-২ আসনে জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

গতবুধবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট থেকে জামায়াতে ইসলামির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমির জাকির হোসেনসহ অনেকেই।

জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান জানান,‘বুধবার বিকালে নড়াইল দু’টি আসনে দলের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এসময় প্রার্থীরা উপস্থিত ছিলেন না। ফরমগুলি পূরণ করে দ্রæত জমা দেয়া হবে।,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ সময় ৪ জানুয়ারী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারী, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারী, ভোটগ্রহণ ১২ ফেব্রæয়ারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow