পরিচয় লুকিয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি আরও শক্তিশালী করতে মেটা যুক্ত করছে একটি গুরুত্বপূর্ণ ফিচার ‘ইউজারনেম’। এতদিন হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে হলেও ফোন নম্বর শেয়ার করা ছিল বাধ্যতামূলক। কিন্তু নতুন ‘ইউজারনেম’ চালু হলে ব্যবহারকারীরা চাইলে তাদের নাম ও নম্বর গোপন রেখে কারঅ সঙ্গে চ্যাট করতে পারবেন। অর্থাৎ ফোন নম্বর না দেখিয়েও যে কোনো ইউজারের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব হবে। ফিচারটি চালু করলে অপরিচিত কেউ আপনার নম্বর বা নাম দেখতে পাবে না, বরং দেখবে শুধু ইউজারনেম একটি ইউনিক হ্যান্ডল, যা দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে। এই ইউজারনেম ফিচারের সঙ্গে যুক্ত হচ্ছে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ‘পিন’ বা চার অঙ্কের একটি পার্সোনাল কোড। যদি ইউজার ‘ইউজারনেম + পিন’ সুরক্ষা চালু করে রাখেন, তাহলে শুধু ইউজারনেম জেনেই কেউ তোমাকে মেসেজ পাঠাতে পারবে না; সেই পিনটিও জানতে হবে। এতে অনাকাঙ্ক্ষিত মেসেজ, স্প্যাম বা অপরিচিত ব্যক্তির বিরক্তিকর ইনবক্স ঢোকার সুযোগ অনেকটাই কমে যাবে। বিশেষ করে যারা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু নিজের ব্যক্তিগত নম্বর প্রকাশ করতে চান না তাদের জন্য এটি হবে বড় সুবিধা। নতুন ফিচ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি আরও শক্তিশালী করতে মেটা যুক্ত করছে একটি গুরুত্বপূর্ণ ফিচার ‘ইউজারনেম’। এতদিন হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে হলেও ফোন নম্বর শেয়ার করা ছিল বাধ্যতামূলক। কিন্তু নতুন ‘ইউজারনেম’ চালু হলে ব্যবহারকারীরা চাইলে তাদের নাম ও নম্বর গোপন রেখে কারঅ সঙ্গে চ্যাট করতে পারবেন।
অর্থাৎ ফোন নম্বর না দেখিয়েও যে কোনো ইউজারের সঙ্গে নিরাপদে যোগাযোগ করা সম্ভব হবে। ফিচারটি চালু করলে অপরিচিত কেউ আপনার নম্বর বা নাম দেখতে পাবে না, বরং দেখবে শুধু ইউজারনেম একটি ইউনিক হ্যান্ডল, যা দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যাবে।
এই ইউজারনেম ফিচারের সঙ্গে যুক্ত হচ্ছে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ‘পিন’ বা চার অঙ্কের একটি পার্সোনাল কোড। যদি ইউজার ‘ইউজারনেম + পিন’ সুরক্ষা চালু করে রাখেন, তাহলে শুধু ইউজারনেম জেনেই কেউ তোমাকে মেসেজ পাঠাতে পারবে না; সেই পিনটিও জানতে হবে। এতে অনাকাঙ্ক্ষিত মেসেজ, স্প্যাম বা অপরিচিত ব্যক্তির বিরক্তিকর ইনবক্স ঢোকার সুযোগ অনেকটাই কমে যাবে। বিশেষ করে যারা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু নিজের ব্যক্তিগত নম্বর প্রকাশ করতে চান না তাদের জন্য এটি হবে বড় সুবিধা।
নতুন ফিচারে থাকবে ‘রিজার্ভ ইউজারনেম’ অপশনও। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দসই ইউজারনেম আগেই লক করে রাখতে পারবেন। এই ইউজারনেম অবশ্যই ৩ থেকে ৩০ ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং কিছু নির্দিষ্ট চিহ্ন ছাড়া ডোমেইন-স্টাইল বা অস্বাভাবিক ফরম্যাট ব্যবহার করা যাবে না। ইউজারনেম পরিবর্তন করলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে একটি নোটিফিকেশন পাঠাবে, যাতে অন্যরা জানতে পারে যে ব্যবহারকারীর পরিচয় আইডেন্টিফায়ার আপডেট হয়েছে। এমনকি গ্রুপেও এই নোটিফিকেশন দেখা যেতে পারে, যা স্বচ্ছ ও সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করবে।
প্রাইভেসি বাড়াতে হোয়াটসঅ্যাপ আরও একটি সুবিধা যোগ করছে বাইরের কোনো ওয়েবসাইট বা ওয়েব-লিংক থেকে এলে সন্দেহজনক মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে। এতে ফিশিং, স্প্যাম, স্ক্যামসহ ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে। বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে সাইবার অপরাধ কমানো এবং ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা।
ব্যবহারকারীরা চাইলে সম্পূর্ণ তিনটি স্তরে প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু ইউজারনেম, ইউজারনেম+পিন অথবা প্রচলিত ফোন নম্বর ভিত্তিক যোগাযোগ। তবে যারা আগে থেকেই তোমার নম্বর সেভ করে রাখে, তারা তোমাকে আগের মতোই মেসেজ করতে পারবে। ফলে এই ফিচার মূলত নতুন যোগাযোগকারীদের জন্য পরিচয় লুকিয়ে রাখার সুযোগ দেবে।
বর্তমানে এই ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে দেখা যাচ্ছে এবং নিয়মিত আপডেটের মধ্য দিয়ে এটি আরও উন্নত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর এটি ব্যবহারকারীদের জন্য বড় ধরনের ‘প্রাইভেসি শিল্ড’ হিসেবে কাজ করবে এবং নম্বর শেয়ার না করেও চ্যাট করার নতুন যুগ শুরু হবে।
আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
নাম-নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম
What's Your Reaction?