পরিবর্তিত রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বে বিএনপি : রবিউল আলম

বিএনপি দেশে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনে দল মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে শেখ রবি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রবিউল আলম রবি বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। মানুষের ভালোবাসা পাওয়ার আগেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সেই আল্লাহর ভালোবাসা প্রাপ্ত বলেই জনগণের ভালোবাসা ও নেতৃত্বের মর্যাদা অর্জন করেছেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ বিএনপির ওপরই নির্ভর করছে। দেশের জনগণের ক্ষমতা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতির সামগ্রিক কল্যাণই বিএ

পরিবর্তিত রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বে বিএনপি : রবিউল আলম

বিএনপি দেশে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনে দল মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে শেখ রবি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

রবিউল আলম রবি বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। মানুষের ভালোবাসা পাওয়ার আগেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সেই আল্লাহর ভালোবাসা প্রাপ্ত বলেই জনগণের ভালোবাসা ও নেতৃত্বের মর্যাদা অর্জন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ বিএনপির ওপরই নির্ভর করছে। দেশের জনগণের ক্ষমতা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতির সামগ্রিক কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

রবি বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন এবং তার আদর্শ ও দর্শন বাস্তবায়নে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এ সময় তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রবিউল আলম রবি বলেন, আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবার জাতির সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেন।

এ সময়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow