পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

চট্টগ্রামে পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সভা সঞ্চালনায় রয়েছেন নগর-বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে সমাবেশস্থলের মাইকে সমাবেশের জানান দিচ্ছেন আয়োজককারীরা।  সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীসহ অনেক নেতাদের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া ও সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আয়োজিত সমাবেশকে প্রাণবন্ত করতে নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ শুরু করেছেন। এ সময় দলীয় প্রতীক ধানের শীষ নিয়েও সমাবেশস্থলে প্রবেশ করেছেন সমর্থকরা।  দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত ও সমাবেশ মাঠ নেতাকর্মীদের পরিপূর্ণতা দিতে নগরের বিভিন্ন থানা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও তাঁতি দলের নেতাকর্মী এবং সমর্থকরা হাজির হবেন।  আমরা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, নগর এবং নগরের বাইরে থেকে তাদের নেতাকর্

পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

চট্টগ্রামে পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সভা সঞ্চালনায় রয়েছেন নগর-বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে সমাবেশস্থলের মাইকে সমাবেশের জানান দিচ্ছেন আয়োজককারীরা। 

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীসহ অনেক নেতাদের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া ও সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আয়োজিত সমাবেশকে প্রাণবন্ত করতে নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ শুরু করেছেন। এ সময় দলীয় প্রতীক ধানের শীষ নিয়েও সমাবেশস্থলে প্রবেশ করেছেন সমর্থকরা। 

দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত ও সমাবেশ মাঠ নেতাকর্মীদের পরিপূর্ণতা দিতে নগরের বিভিন্ন থানা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও তাঁতি দলের নেতাকর্মী এবং সমর্থকরা হাজির হবেন। 

আমরা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, নগর এবং নগরের বাইরে থেকে তাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ শুরু করেছেন। আশা করছি আজকের সমাবেশ স্মরণকালের স্মরণীয় সমাবেশ হবে। সমাবেশের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow