পাংশায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। সূত্রে জানা যায়, পাংশা ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অবস্থান করা আর্মি ক্যাম্প হতে ৫৫ এফআইইউ, এফএস ও ইউনিট অফস শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক মেজর মোস্তফা সাইফ। রোববার (১৯ জানুয়ারি) ভোর ৩টা ১০ মিনিট থেকে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ কাজলের বিরুদ্ধে এই অপারেশন পরিচালিত হয়। অভিযান চলাকালে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার ও ৩টি ককটেল উদ্ধার করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কাজল পালিয়ে যায়। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও ককটেল পরবর্তীতে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তের মোঃ কাজল রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের
রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সূত্রে জানা যায়, পাংশা ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অবস্থান করা আর্মি ক্যাম্প হতে ৫৫ এফআইইউ, এফএস ও ইউনিট অফস শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক মেজর মোস্তফা সাইফ।
রোববার (১৯ জানুয়ারি) ভোর ৩টা ১০ মিনিট থেকে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ কাজলের বিরুদ্ধে এই অপারেশন পরিচালিত হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার ও ৩টি ককটেল উদ্ধার করে।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কাজল পালিয়ে যায়। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও ককটেল পরবর্তীতে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযুক্তের মোঃ কাজল রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের অনাধ শেখের ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?