পার্কে বিষপান করা সেই জান্নাত মারা গেছেন

প্রতারক প্রেমিককে বিয়ে করার চার মাসের মাথায় ডিভোর্স দেওয়ার ঘটনায় কাফনের কাপড়সহ দাফনের মালামাল নিয়ে পার্কের গাছতলায় বিষপান করা সেই তরুণী জান্নাত মারা গেছেন। টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার (১৮ জানুয়ারি) সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১২ জানুয়ারি দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কে বিষপান করেছিলেন প্রতারণার শিকার তরুণী জান্নাত। এ সময় সেখান থেকে একটি ব্যাগে কাফনের কাপড়, আগরবাতি ও দাফনের মালামালসহ বিষের খালি বোতল উদ্ধার করেছিল পুলিশ। নিহত জান্নাত বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগর একই উপজেলার সাহেবের হাটের বাসিন্দা। মৃত্যুর আগে ঘটনার দিন তরুণী জান্নাত জানিয়েছিলেন, প্রেমের সম্পর্কের পর গত বছরের ২২ মে কাজী অফিসে বিয়ে করেন তারা। শ্বশুরবাড়িতে তুলে নেওয়ার আগেই চার মাথায় বিনা কারণে তাকে তালাক দেয় স্বামী সাগর। এই ঘটনায় আদালতে মামলাও করেন তিনি। তরু

পার্কে বিষপান করা সেই জান্নাত মারা গেছেন

প্রতারক প্রেমিককে বিয়ে করার চার মাসের মাথায় ডিভোর্স দেওয়ার ঘটনায় কাফনের কাপড়সহ দাফনের মালামাল নিয়ে পার্কের গাছতলায় বিষপান করা সেই তরুণী জান্নাত মারা গেছেন।

টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার (১৮ জানুয়ারি) সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জানুয়ারি দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কে বিষপান করেছিলেন প্রতারণার শিকার তরুণী জান্নাত। এ সময় সেখান থেকে একটি ব্যাগে কাফনের কাপড়, আগরবাতি ও দাফনের মালামালসহ বিষের খালি বোতল উদ্ধার করেছিল পুলিশ।

নিহত জান্নাত বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগর একই উপজেলার সাহেবের হাটের বাসিন্দা।

মৃত্যুর আগে ঘটনার দিন তরুণী জান্নাত জানিয়েছিলেন, প্রেমের সম্পর্কের পর গত বছরের ২২ মে কাজী অফিসে বিয়ে করেন তারা। শ্বশুরবাড়িতে তুলে নেওয়ার আগেই চার মাথায় বিনা কারণে তাকে তালাক দেয় স্বামী সাগর। এই ঘটনায় আদালতে মামলাও করেন তিনি।

তরুণীর ফুফাতো ভাই জানান, আমার মামাতো বোনের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কারণে গর্ভবতী হয়ে পড়ে সে। বিষয়টি জানতে পেরে সাগর তাকে এড়িয়ে চলতে শুরু করে। একপর্যায় সে সাগরের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় সাহেবেরহাট কাজি অফিসে তাদের বিয়ে হয়।

তিনি আরও বলেন, বিয়ের পর জান্নাতকে শ্বশুরবাড়িতে না নিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। কিছুদিন পর শ্বশুর জান্নাতকে ঢাকায় নিয়ে গর্ভপাত করিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর গোপনে তালাক দেওয়া হয় জান্নাতকে। এর প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয় জান্নাত। পরে সে আদালতে মামলা করে।

ফুফাতো ভাই বলেন, গত ১২ জানুয়ারি সেই মামলার তারিখ ছিল। জান্নাত আদালত থেকে বের হওয়ার সময় তার শ্বশুর এবং দেবরসহ স্বজনরা তাকে নিয়ে অশালীন মন্তব্য করে। এ কারণে আদালত থেকে ফিরে পার্কে গিয়ে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এরপর সেখানে কীটনাশক পান করে পার্কের বেঞ্চে শুয়ে থাকেন তরুণী। পরে এক পুলিশ সদস্যের সহযোগিতায় থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল।

মডেল থানার ওসি মামুন উল ইসলাম বলেন, প্রেম করে বিয়ের পর স্বামী ডিভোর্স দেওয়ার কষ্টে তিনি প্রকাশ্যে বিষপান করেছিলেন। শেবাচিম হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা গেছেন। তবে এই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, রোববার দুপুরে হাসপাতাল মর্গে জান্নাতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow