পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সেটিও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে।  তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রস্তুত রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভরভাবে গড়ে তুলতে তারেক রহমান সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছেন, সেই অবস্থা থেকে দেশকে সঠিক পথে আনা কঠিন হলেও অসম্ভব নয়। তরুণদের সামনে রেখে সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণে তারা তৃণমূলে তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুরুর পর তা বেগবান করে চূড়ান্ত সফলতা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারেক রহমান। ছাত্র-জন

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সেটিও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে।  তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রস্তুত রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভরভাবে গড়ে তুলতে তারেক রহমান সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছেন, সেই অবস্থা থেকে দেশকে সঠিক পথে আনা কঠিন হলেও অসম্ভব নয়। তরুণদের সামনে রেখে সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণে তারা তৃণমূলে তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুরুর পর তা বেগবান করে চূড়ান্ত সফলতা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারেক রহমান। ছাত্র-জনতার সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে ধাবিত করেছিলেন তিনি। আর এখানে যুবদলের প্রতিটি ইউনিটের ব্যাপক অবদান রয়েছে। বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে যা ইতোমধ্যেই বিএনপির শীর্ষ নেতারা তাদের বক্তব্যে বারবার পরিষ্কার করেছেন। রাজশাহী বিভাগের যুবদলের ৯টি ইউনিটের নেতাদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সভার সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow