প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়ে নামবে ভারত

ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্বে আবার বদল। অজান্তেই যেন এক বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দিয়েছে শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের ইনজুরি—আর সেই ফাঁকা জায়গাই এবার পূরণ করতে হচ্ছে লোকেশ রাহুলকে। চলমান টেস্ট সিরিজের ঠিক পরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর ভারতের স্কোয়াড ঘোষণার প্রথম খবরটাই তাই—স্ট্যান্ড-ইন অধিনায়ক রাহুল। রোববার (২৩ নভেম্বর) ঘোষিত এই স্কোয়াডে নেই গিল বা আইয়ার কেউই। দুইজনই চোটের কারণে নির্বাচনের বাইরে। গিল এখন মুম্বাইয়ে ঘাড়ের ইনজুরি মূল্যায়নের মধ্যে আছেন; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে গিয়ে তিনি চোট পান এবং সিরিজ থেকে ছিটকে যান। আইয়ারও চোটের কারণে অনুপস্থিত। ফলে দায়িত্ব পড়েছে রাহুলের ওপর, যিনি সাম্প্রতিক সময়ে ভারতের একদিনের ক্রিকেটে প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে না থাকা তিলক ভর্মা, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়েকওয়াড ফিরেছেন ওয়ানডে দলে। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। সিরাজ ও জাসপ্রীত বুমরাহকে দুই টেস্টের ধকল মাথায় রেখে বিশ্রামে রেখেছে নির্বাচক কমিটি। অক্ষরের জায়গায় ফিরেছেন জাদেজা, যা ভার

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়ে নামবে ভারত

ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্বে আবার বদল। অজান্তেই যেন এক বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দিয়েছে শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের ইনজুরি—আর সেই ফাঁকা জায়গাই এবার পূরণ করতে হচ্ছে লোকেশ রাহুলকে। চলমান টেস্ট সিরিজের ঠিক পরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর ভারতের স্কোয়াড ঘোষণার প্রথম খবরটাই তাই—স্ট্যান্ড-ইন অধিনায়ক রাহুল।

রোববার (২৩ নভেম্বর) ঘোষিত এই স্কোয়াডে নেই গিল বা আইয়ার কেউই। দুইজনই চোটের কারণে নির্বাচনের বাইরে। গিল এখন মুম্বাইয়ে ঘাড়ের ইনজুরি মূল্যায়নের মধ্যে আছেন; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে গিয়ে তিনি চোট পান এবং সিরিজ থেকে ছিটকে যান। আইয়ারও চোটের কারণে অনুপস্থিত। ফলে দায়িত্ব পড়েছে রাহুলের ওপর, যিনি সাম্প্রতিক সময়ে ভারতের একদিনের ক্রিকেটে প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার।

অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে না থাকা তিলক ভর্মা, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়েকওয়াড ফিরেছেন ওয়ানডে দলে। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। সিরাজ ও জাসপ্রীত বুমরাহকে দুই টেস্টের ধকল মাথায় রেখে বিশ্রামে রেখেছে নির্বাচক কমিটি।

অক্ষরের জায়গায় ফিরেছেন জাদেজা, যা ভারতের স্পিন বিভাগকে করেছে আরও অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ। ঋষভ পান্ত ফিরলেও ধ্রুব জুরেল নিজের জায়গা ধরে রেখেছেন, যা দুই উইকেটরক্ষকের স্কোয়াডে থাকার সম্ভাবনাকে আরও পোক্ত করেছে।

সিনিয়রদের উপস্থিতি ভারতকে বাড়তি স্থিতি দেবে—রোহিত শর্মা ও বিরাট কোহলি থাকছেন দলে। তাদের সঙ্গে যশস্বী জয়সওয়াল, যিনি এখনও পর্যন্ত মাত্র একটি ওয়ানডে খেলেছেন; এবার হয়তো তার আরও সুযোগ মিলতে পারে। হার্দিক পান্ডিয়া অনুপস্থিত থাকায় নিতিশ রেড্ডি অপরিবর্তিত থাকছেন স্কোয়াডে।

তিনজন নিয়মিত পেসার—প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং ও হর্ষিত রানা—এই সিরিজে ভারতের দ্রুত বোলিং সামলাবেন। স্পিনে থাকছেন জাদেজা, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দার।

সূচি

  • ১ম ওয়ানডে: ৩০ নভেম্বর, রাঁচি
  • ২য় ওয়ানডে: ৩ ডিসেম্বর, রায়পুর
  • ৩য় ওয়ানডে: ৬ ডিসেম্বর, বিশাখাপত্তনম

এরপর দুই দল খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারত স্কোয়াড (দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ):

লোকেশ রাহুল (অধিনায়ক/উইকেটকিপার), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, ঋষভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নিধিৎ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়েকওয়াড, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow