ফোনের ক্যামেরায় যে কোনো ভাষার লেখা মুহূর্তেই অনুবাদ করবেন যেভাবে
ভ্রমণের সময় রাস্তার সাইনবোর্ড, রেস্টুরেন্টের মেনু, পত্রিকা বা লিফলেট— সবই যেন অচেনা ভাষার গোলকধাঁধা। প্রতিটি শব্দ আলাদা করে গুগল ট্রান্সলেটে টাইপ করা যেমন সময়সাপেক্ষ, তেমনি বিরক্তিকরও। তবে এখন আর সেই ঝামেলা নেই। স্মার্টফোনের ক্যামেরা তাক করলেই লেখা অনুবাদ করে দেবে গুগল ট্রান্সলেট।
সম্প্রতি গুগল ট্রান্সলেটের ক্যামেরা টুলে বড় একটি আপডেট এসেছে। এতে যুক্ত হয়েছে আরও ৬০টি নতুন ভাষা। ফলে এখন ঘরে বসে বা বিদেশে মোট ৮৮টি ভাষা অনুবাদ করা সম্ভব। নতুন এই আপডেটে রয়েছে আরেকটি দারুণ সুবিধা, অ্যাপটি নিজে থেকেই শনাক্ত করতে পারে কোন ভাষা অনুবাদ করা হচ্ছে। এক জায়গায় একাধিক ভাষা ব্যবহৃত হলে এটি বিশেষভাবে কার্যকর।
শুধু লাইভ ক্যামেরা নয়, ফোনের গ্যালারিতে থাকা ছবিও ব্যবহার করে লেখা অনুবাদ করা যায়। অনুবাদ একেবারে নিখুঁত না হলেও, অজানা ভাষা বুঝতে এবং দৈনন্দিন কাজে এটি বেশ সহায়ক। অ্যান্ড্রয়েড কিংবা আইফোন— যে কোনো ফোনেই ব্যবহার করা যাবে এই সুবিধা।
চলুন দেখে নেওয়া যাক, কীভাবে ব্যবহার করবেন গুগল ট্রান্সলেটের ক্যামেরা ফিচার।
ফোনের ক্যামেরা দিয়ে লেখা অনুবাদ করবেন যেভাবে
১. যদি আপনার ফোনে গুগল ট্রান্সলেট অ্যাপ না
ভ্রমণের সময় রাস্তার সাইনবোর্ড, রেস্টুরেন্টের মেনু, পত্রিকা বা লিফলেট— সবই যেন অচেনা ভাষার গোলকধাঁধা। প্রতিটি শব্দ আলাদা করে গুগল ট্রান্সলেটে টাইপ করা যেমন সময়সাপেক্ষ, তেমনি বিরক্তিকরও। তবে এখন আর সেই ঝামেলা নেই। স্মার্টফোনের ক্যামেরা তাক করলেই লেখা অনুবাদ করে দেবে গুগল ট্রান্সলেট।
সম্প্রতি গুগল ট্রান্সলেটের ক্যামেরা টুলে বড় একটি আপডেট এসেছে। এতে যুক্ত হয়েছে আরও ৬০টি নতুন ভাষা। ফলে এখন ঘরে বসে বা বিদেশে মোট ৮৮টি ভাষা অনুবাদ করা সম্ভব। নতুন এই আপডেটে রয়েছে আরেকটি দারুণ সুবিধা, অ্যাপটি নিজে থেকেই শনাক্ত করতে পারে কোন ভাষা অনুবাদ করা হচ্ছে। এক জায়গায় একাধিক ভাষা ব্যবহৃত হলে এটি বিশেষভাবে কার্যকর।
শুধু লাইভ ক্যামেরা নয়, ফোনের গ্যালারিতে থাকা ছবিও ব্যবহার করে লেখা অনুবাদ করা যায়। অনুবাদ একেবারে নিখুঁত না হলেও, অজানা ভাষা বুঝতে এবং দৈনন্দিন কাজে এটি বেশ সহায়ক। অ্যান্ড্রয়েড কিংবা আইফোন— যে কোনো ফোনেই ব্যবহার করা যাবে এই সুবিধা।
চলুন দেখে নেওয়া যাক, কীভাবে ব্যবহার করবেন গুগল ট্রান্সলেটের ক্যামেরা ফিচার।
ফোনের ক্যামেরা দিয়ে লেখা অনুবাদ করবেন যেভাবে
১. যদি আপনার ফোনে গুগল ট্রান্সলেট অ্যাপ না থাকে, আগে ডাউনলোড করুন। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন— দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায়।
২. অ্যাপ খুলে Camera আইকনে ট্যাপ করুন।
৩. পরের পাতায় ক্যামেরা ফিচারের নতুন সুবিধাগুলো দেখাবে। সেখানে Continue চাপুন।
৪. ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইলে OK দিন। প্রয়োজনে পরে সেটিংস থেকে এটি পরিবর্তন করা যাবে।
৫. অ্যাপের ভেতরের ক্যামেরা চালু হবে। উপরে ভাষার অপশনে Detecting language এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।
৬. যেটি অনুবাদ করতে চান, সেই লেখার দিকে ক্যামেরা ধরুন।
৭. লেখা পরিষ্কারভাবে পড়ার জন্য Pause translation ট্যাপ করে ছবিটি স্থির করুন।
৮. পরের অংশ অনুবাদ করতে চাইলে Continue translation চাপুন। এতটুকুই।
ফোনের গ্যালারির ছবি থেকে লেখা অনুবাদ করবেন যেভাবে
১. আগে অনুবাদ করতে চাওয়া লেখা বা সাইনবোর্ডের ছবি তুলে রাখুন।
২. গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে Camera আইকনে ট্যাপ করুন।
৩. নিচের ডান পাশে থাকা Import আইকনে চাপুন।
৪. গ্যালারি থেকে পছন্দের ছবিটি নির্বাচন করুন।
৫. আঙুল দিয়ে লেখার অংশে টেনে নিয়ে গিয়ে সিলেক্ট করুন— অ্যাপ নিজেই অনুবাদ দেখাবে।
ভাষার বাধা পেরোতে এখন আর অভিধান বা দীর্ঘ টাইপিংয়ের দরকার নেই। স্মার্টফোনের ক্যামেরাই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত অনুবাদক।
সূত্র : সিনেট