বরগুনায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে বরগুনায় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ আয়োজিত এই কর্মসূচি বুধবার (২৬ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। জেলা প্রশাসক তাছলিমা আক্তার এর উদ্বোধন ঘোষণা করেন।প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মাসুদ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও খামার ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন সময়ের দাবি। বরগুনার খামারিরা যাতে সর্বাধুনিক সেবা ও পরামর্শ পেতে পারেন, এ লক্ষ্যেই এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, বরগুনা সহকারী কমিশনার (ভূমি), বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক তালুকদার আসাদসহ প্রমুখ।

বরগুনায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে বরগুনায় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ আয়োজিত এই কর্মসূচি বুধবার (২৬ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। জেলা প্রশাসক তাছলিমা আক্তার এর উদ্বোধন ঘোষণা করেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মাসুদ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়নে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও খামার ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন সময়ের দাবি। বরগুনার খামারিরা যাতে সর্বাধুনিক সেবা ও পরামর্শ পেতে পারেন, এ লক্ষ্যেই এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, বরগুনা সহকারী কমিশনার (ভূমি), বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক তালুকদার আসাদসহ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, প্রাণিসম্পদ শুধু অর্থনীতিতেই নয়, গ্রামীণ জীবিকা ও পুষ্টি নিরাপত্তার সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। বরগুনার মানুষ যাতে উন্নত সেবা, আধুনিক প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন—সেই উদ্দেশ্যে আমরা প্রদর্শনীকে সমৃদ্ধ করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে খামার ও উদ্যোক্তা তৈরির দিকে উৎসাহিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করা হবে।

প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামার, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের উদ্ভাবনী কার্যক্রম, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধ ও ডিম উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য রয়েছে পরামর্শ বুথ ও সেবা কার্যক্রমও। অনুষ্ঠান শেষে খামারি ও উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow