বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চলবে স্বাধীনভাবে : শেখ মো. আব্দুল্লাহ
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা নেশাগ্রস্ত ব্যক্তির স্থান নেই। নেশামুক্ত সমাজ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ এবং এলাকায় উন্নয়নমূলক কাজই হবে আমার অঙ্গীকার। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শেখ মো. আব্দুল্লাহ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে কোনো বাধা নেই। সমাজ উন্নয়নে এবং জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি চাই আপনারা সত্য ও নির্ভীকভাবে লিখবেন। উন্নয়নের যাত্রায় আপনাদের সহযোগিতা আমার জন্য বড় শক্তি হবে। মতবিনিময় সভায় শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, দপ্তর সম্পাদক অহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা নেশাগ্রস্ত ব্যক্তির স্থান নেই। নেশামুক্ত সমাজ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশ এবং এলাকায় উন্নয়নমূলক কাজই হবে আমার অঙ্গীকার।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শেখ মো. আব্দুল্লাহ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে কোনো বাধা নেই। সমাজ উন্নয়নে এবং জনগণের প্রকৃত সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি চাই আপনারা সত্য ও নির্ভীকভাবে লিখবেন। উন্নয়নের যাত্রায় আপনাদের সহযোগিতা আমার জন্য বড় শক্তি হবে।
মতবিনিময় সভায় শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, দপ্তর সম্পাদক অহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?