বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি, সামনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই গণভোট যদি অতীতের মতো হয় এবং সরকার পরিচালনাও যদি অতীতের ধারায় চলে, তাহলে পরিবর্তনের সুযোগ নষ্ট হয়ে যাবে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে। তিনি আরও বলেন, যদি আমরা ‘হ্যাঁ’ ভোট না দিই, তাহলে এত রক্তের বিনিময়ে পাওয়া এ সুযোগ হারিয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার না হলে দেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে, যা স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে। স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, সারা দেশেই ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল কমে গেছে। আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারের বেশি যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা কমে তিন-চারশতে নেমে এসেছে। এর প্রধান কারণ হিসেবে তিনি ভারতের ভিসা প্রদান সীমিত হওয়াকে উল্লেখ করেন। তিন

বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের পরিবর্তনে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা জানি, সামনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই গণভোট যদি অতীতের মতো হয় এবং সরকার পরিচালনাও যদি অতীতের ধারায় চলে, তাহলে পরিবর্তনের সুযোগ নষ্ট হয়ে যাবে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল মারতে হবে।

তিনি আরও বলেন, যদি আমরা ‘হ্যাঁ’ ভোট না দিই, তাহলে এত রক্তের বিনিময়ে পাওয়া এ সুযোগ হারিয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার না হলে দেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে, যা স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে।

স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, সারা দেশেই ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল কমে গেছে। আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারের বেশি যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা কমে তিন-চারশতে নেমে এসেছে। এর প্রধান কারণ হিসেবে তিনি ভারতের ভিসা প্রদান সীমিত হওয়াকে উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। সামনে নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নিলে বিষয়গুলো আরও উন্নত হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর প্রসঙ্গে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে সরকার এই বন্দর নিয়ে নতুনভাবে পরিকল্পনা করতে পারবে। উপমহাদেশীয় সম্পর্ক এবং চীনের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভিন্ন ভিন্ন হওয়ায় সরাসরি চীনে সড়ক যোগাযোগ বাস্তবায়ন করা সহজ নয়।

তিনি বলেন, নৌ মন্ত্রণালয়ের অধীনে দেশের ২০টি স্থলবন্দর রয়েছে এবং এরই অংশ হিসেবে তিনি বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসেছেন। স্থলবন্দরগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে, যা আগামী সরকার বাস্তবায়ন করবে।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা সভায় যোগ দেন। এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ স্থলবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow