‘বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের’

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের। শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি মনে করেন, এতে তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে পাকিস্তানেরই লাভ হবে। একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে সমর্থন দিলে দুই দেশের মধ্যে পুরোনো দূরত্ব কমবে এবং সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে।  তিনি জানান, এই সমর্থন কোনো রাজনৈতিক দল বা সরকারের জন্য নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে হওয়া উচিত। এর আগে, ভারত যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, তারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।  পিসিবি প্রধান মহসিন নকভি বলেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় আচরণ করেছে এবং একই নিয়ম সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটেও পড়েছে। ন

‘বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের’

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের। শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি মনে করেন, এতে তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে পাকিস্তানেরই লাভ হবে। একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে সমর্থন দিলে দুই দেশের মধ্যে পুরোনো দূরত্ব কমবে এবং সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে। 

তিনি জানান, এই সমর্থন কোনো রাজনৈতিক দল বা সরকারের জন্য নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে হওয়া উচিত।

এর আগে, ভারত যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, তারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

পিসিবি প্রধান মহসিন নকভি বলেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় আচরণ করেছে এবং একই নিয়ম সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটেও পড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ দল ভারত যেতে চায়নি। এর আগে আইপিএল থেকেও বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়, যা নিয়ে বাংলাদেশ আপত্তি তোলে। এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow