বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তে দুই সাবেক তারকার ক্ষোভ

দীর্ঘ টানাপোড়েনের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়। আইসিসির এই সিদ্ধান্তে এবার প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের দুই সাবেক তারকা—পাকিস্তানের শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি। শনিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তে স্কটল্যান্ডকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরু থেকেই বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম আলোচনায় ছিল। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, আইসিসির সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আফ্রিদির মতে, অতীতে অন্য দেশগুলোর ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে নিরপেক্ষ ভেন্যুর আবেদন মেনে নেওয়া হলেও বাংলাদেশের বেলায় একই মানদণ্ড অনুসরণ করা হয়নি। তিনি আরও বলেন, ‘বিশ্ব ক্রিকেটে ন্যায্যতা ও সমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বা

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তে দুই সাবেক তারকার ক্ষোভ
দীর্ঘ টানাপোড়েনের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তাজনিত কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়। আইসিসির এই সিদ্ধান্তে এবার প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের দুই সাবেক তারকা—পাকিস্তানের শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি। শনিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তে স্কটল্যান্ডকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরু থেকেই বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম আলোচনায় ছিল। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, আইসিসির সিদ্ধান্তে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আফ্রিদির মতে, অতীতে অন্য দেশগুলোর ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে নিরপেক্ষ ভেন্যুর আবেদন মেনে নেওয়া হলেও বাংলাদেশের বেলায় একই মানদণ্ড অনুসরণ করা হয়নি। তিনি আরও বলেন, ‘বিশ্ব ক্রিকেটে ন্যায্যতা ও সমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটার এবং তাদের সমর্থকরা সম্মান প্রত্যাশা করে। দ্বিচারী আচরণ কোনো সংস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে।’ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও আইসিসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানতে চান, বাংলাদেশের ম্যাচ অন্য ভেন্যুতে সরানো সম্ভব নয়—এ বিষয়ে আইসিসি কি কোনো পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে? গিলেস্পি অতীতের উদাহরণ টেনে বলেন, ‘সম্প্রতি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দেওয়া হয়েছিল। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন একই ব্যবস্থা নেওয়া হলো না—এই প্রশ্নের জবাব দরকার।’ বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের গ্রুপ বিন্যাসেও পরিবর্তন এসেছে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। স্কটিশরা এখন ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে। দিনক্ষণ ও ভেন্যু অপরিবর্তিত রেখে কেবল প্রতিপক্ষ বদলানো হয়েছে। টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে মূল বাছাইয়ে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ড ছিল সবার ওপরে। সেই বিবেচনায় তাদের বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। সব মিলিয়ে, বাংলাদেশের বাদ পড়া শুধু একটি দল পরিবর্তনের ঘটনা নয়। বরং এটি আইসিসির নীতি ও সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে—যেখানে সাবেক তারকারাও প্রকাশ্যে সংস্থাটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow