বাংলাদেশ-ভুটান সহযোগিতা: দুই সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ বৃদ্ধিতে দুটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব সমঝোতা স্বাক্ষর হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এছাড়া আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দ্বিপাক্ষিক বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, সংযোগ, স্বাস্থ্যসেবা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করে। দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ড্রুকএয়ারের একটি বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করলে তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বাংলাদেশ-ভুটান সহযোগিতা: দুই সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ বৃদ্ধিতে দুটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এসব সমঝোতা স্বাক্ষর হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এছাড়া আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্য সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দ্বিপাক্ষিক বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, সংযোগ, স্বাস্থ্যসেবা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ড্রুকএয়ারের একটি বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করলে তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow