পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

পাকিস্তান সুপার লিগে মাঠের লড়াই এখনো বহু দূরে, কিন্তু ড্রেসিংরুমের বাইরে ইতোমধ্যেই জমতে শুরু করেছে ঝড়। এমন একটি ঝড়, যা শুধু আলোচনাই নয়—পুরো লিগ ব্যবস্থাপনাকে আইনি ঝামেলায় ফেলে দিতে পারে। কেন্দ্রবিন্দুতে সেই পরিচিত নাম—আলি খান তারিন। মুলতান সুলতানসের মালিক এবার সরাসরি পিএসএল ও পিসিবিকে সতর্ক করে বলছেন, যোগাযোগহীন আচরণ বন্ধ না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। বুধবার (১৯ নভেম্বর) এক সামাজিকমাধ্যম পোস্টে তারিন লিখেছেন, “যদি এই ঘোস্টিং চলতে থাকে, আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় থাকবে না। যা আমরা একদমই চাই না। বিষয়টি একেবারেই অপ্রয়োজনীয়ভাবে জটিল করা হচ্ছে। একটু চা–বিস্কুটের আড্ডায় সমাধান হয়ে যেত, কিন্তু নাজুক অহংকার সবকিছু কঠিন করে তোলে।”

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

পাকিস্তান সুপার লিগে মাঠের লড়াই এখনো বহু দূরে, কিন্তু ড্রেসিংরুমের বাইরে ইতোমধ্যেই জমতে শুরু করেছে ঝড়। এমন একটি ঝড়, যা শুধু আলোচনাই নয়—পুরো লিগ ব্যবস্থাপনাকে আইনি ঝামেলায় ফেলে দিতে পারে। কেন্দ্রবিন্দুতে সেই পরিচিত নাম—আলি খান তারিন। মুলতান সুলতানসের মালিক এবার সরাসরি পিএসএল ও পিসিবিকে সতর্ক করে বলছেন, যোগাযোগহীন আচরণ বন্ধ না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

বুধবার (১৯ নভেম্বর) এক সামাজিকমাধ্যম পোস্টে তারিন লিখেছেন, “যদি এই ঘোস্টিং চলতে থাকে, আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় থাকবে না। যা আমরা একদমই চাই না। বিষয়টি একেবারেই অপ্রয়োজনীয়ভাবে জটিল করা হচ্ছে। একটু চা–বিস্কুটের আড্ডায় সমাধান হয়ে যেত, কিন্তু নাজুক অহংকার সবকিছু কঠিন করে তোলে।”

আলি খান তারিনগত কয়েক বছরে পিসিবি ও পিএসএল পরিচালনাকে ‘অপেশাদার’ বলে সমালোচনার কেন্দ্রেই ছিলেন তারিন। এক পর্যায়ে তিনি পিসিবির পাঠানো নোটিশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় আলোচনায় আসেন। নতুন বিতর্কের সূচনা এবার হয়েছে মুলতান সুলতানসের চুক্তি নবায়ন না হওয়ায়। লিগের অন্য পাঁচ দলের নবায়ন ইতোমধ্যেই এগিয়েছে, কিন্তু মুলতানের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পৌঁছায়নি বলে দাবি মালিকের।

তারিন জানান, “গত এক মাসে আমরা পিএসএল ম্যানেজমেন্টকে অসংখ্য ইমেইল পাঠিয়েছি—ভ্যালুয়েশন জানতে, নবায়ন লেটার চাইতে। কোনো জবাব নেই। আইনগত নোটিশেরও উত্তর নেই, চেয়ারম্যানকে পাঠানো চিঠিরও নয়। এমনকি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও জানতে চেয়েছে কেন মুলতানকে প্রক্রিয়ায় রাখা হচ্ছে না—কোনো উত্তরই নেই।”

পিসিবি অবশ্য দাবি করেছে, ফ্র্যাঞ্চাইজি নবায়নের স্বাধীন ভ্যালুয়েশন প্রক্রিয়া শেষ হয়েছে এবং ‘সমস্ত অনুগত ফ্র্যাঞ্চাইজিকে’ ১০ বছরের নবায়নপত্র পাঠানো হয়েছে। এখানেই নতুন প্রশ্ন—মুলতান সুলতানসকে কি ‘অনুগত দল’ হিসেবে বিবেচনা করা হয়নি?

সংস্থার ভেতর থেকে শোনা যাচ্ছে, পিএসএল আচরণবিধি ভঙ্গের অভিযোগে মুলতান সুলতানসের চুক্তি বাতিলের বিষয়টি পিসিবি বিবেচনা করছে। অপরদিকে, লিগ পরিচালনা কমিটি নতুন দল যোগ করার পরিকল্পনাও পর্যালোচনায় রেখেছে—হায়দরাবাদ, সিয়ালকোট, ফয়সালাবাদ ও রাওয়ালপিন্ডি নাম রয়েছে শর্টলিস্টে।

অর্থ, প্রভাব, রাজনীতি এবং পেশাদারিত্ব—সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগের এই অস্থিরতার চিত্র আরও বড় কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে। মুলতান সুলতানসকে নিয়ে এই টানাপোড়েন যদি আইনি পথে গড়ায়, তবে শুধু একটি দল নয়—পুরো লিগের ভবিষ্যৎই নতুন মোড়ে দাঁড়িয়ে যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow