বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার
হলিউডে ভিলেন চরিত্রে যার উপস্থিতি মানেই আলাদা এক আতঙ্ক, সেই অভিনেতা পিটার গ্রিন আর নেই। নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। হলিউড সংশ্লিষ্ট নানা গণমাধ্যমের বরাতে জানা গেল, পরিচিত মুখ পিটার গ্রিনকে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইড এলাকার ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক আলামতের ইঙ্গিত মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মেডিকেল পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুনমেসি উন্মাদনায় কলকাতার যুবভারতী রণক্ষেত্র, বাড়ল শাহরুখের নিরাপত্তাশাহরুখ-মেসির ঐতিহাসিক সাক্ষাৎ হবে কলকাতায় অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পিটার গ্রিন শুধু একজন শক্তিশালী অভিনেতাই নন, একজন অসাধারণ মানুষও ছিলেন। বন্ধু হিসেবে তাঁকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। নব্বইয়ের দশকে ভয়ংকর ও জটিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন পিটার গ্রিন। কুয়েন্টিন টারান্টিনোর কাল্
হলিউডে ভিলেন চরিত্রে যার উপস্থিতি মানেই আলাদা এক আতঙ্ক, সেই অভিনেতা পিটার গ্রিন আর নেই। নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
হলিউড সংশ্লিষ্ট নানা গণমাধ্যমের বরাতে জানা গেল, পরিচিত মুখ পিটার গ্রিনকে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইড এলাকার ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পুলিশের প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক আলামতের ইঙ্গিত মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মেডিকেল পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন
মেসি উন্মাদনায় কলকাতার যুবভারতী রণক্ষেত্র, বাড়ল শাহরুখের নিরাপত্তা
শাহরুখ-মেসির ঐতিহাসিক সাক্ষাৎ হবে কলকাতায়
অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, পিটার গ্রিন শুধু একজন শক্তিশালী অভিনেতাই নন, একজন অসাধারণ মানুষও ছিলেন। বন্ধু হিসেবে তাঁকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
নব্বইয়ের দশকে ভয়ংকর ও জটিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন পিটার গ্রিন। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক সিনেমা ‘পাল্প ফিকশন’-এ নিষ্ঠুর ‘জেড’ চরিত্রে তার অভিনয় আজও স্মরণীয়। পাশাপাশি ‘দ্য মাস্ক’ ছবিতে জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ডোরিয়ান টাইরেল চরিত্রে তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল।
এ ছাড়া ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রায় ৯৫টি সিনেমা ও প্রজেক্টে কাজ করে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন পিটার গ্রিন।
নিউ জার্সির মন্টক্লেয়ার শহরে জন্ম নেওয়া এই অভিনেতার ব্যক্তিগত জীবন ছিল সংগ্রামে ভরা। কৈশোরে ঘর ছেড়ে নিউইয়র্কের রাস্তায় দিন কাটানো থেকে শুরু করে মাদকাসক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই; সবকিছু পেরিয়ে অভিনয়েই নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন তিনি।
হলিউডে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
এলআইএ
What's Your Reaction?