বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

অভিনয়ে নিয়মিত না হলেও এফডিসির আঙিনায় বা শিল্পী সমিতির কার্যক্রমে প্রায়ই দেখা মেলে চিত্রনায়িকা রোজিনার। সর্বশেষ সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’ নির্মাণ করেছিলেন তিনি। তবে এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন একসময়ের এই জনপ্রিয় নায়িকা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এই অনুষ্ঠানে রোজিনার উপস্থিতি শোবিজ পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নির্বাচনী থিম সংটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা, মনির খান, সাব্বির জামান, রাজীব ও মুহিনসহ অনেকে। তবে সবার নজর ছিল রোজিনার দিকেই। কারণ, শিল্পী সমিতির রাজনীতিতে তিনি মিশা-জায়েদ প্যানেলের হয়ে সক্রিয় ছিলেন। ২০২২-২৪ মেয়াদে মিশা-জায়েদ পরিষদ থেকে ১৮৫ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হলেও পরে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করে তিনি বিস্ময় সৃষ্টি করেছিলেন। এর আগে ২০১৯-২১ মেয়াদেও তিনি একই প্যানেল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

অভিনয়ে নিয়মিত না হলেও এফডিসির আঙিনায় বা শিল্পী সমিতির কার্যক্রমে প্রায়ই দেখা মেলে চিত্রনায়িকা রোজিনার। সর্বশেষ সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’ নির্মাণ করেছিলেন তিনি। তবে এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন একসময়ের এই জনপ্রিয় নায়িকা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এই অনুষ্ঠানে রোজিনার উপস্থিতি শোবিজ পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নির্বাচনী থিম সংটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা, মনির খান, সাব্বির জামান, রাজীব ও মুহিনসহ অনেকে। তবে সবার নজর ছিল রোজিনার দিকেই। কারণ, শিল্পী সমিতির রাজনীতিতে তিনি মিশা-জায়েদ প্যানেলের হয়ে সক্রিয় ছিলেন। ২০২২-২৪ মেয়াদে মিশা-জায়েদ পরিষদ থেকে ১৮৫ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হলেও পরে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করে তিনি বিস্ময় সৃষ্টি করেছিলেন। এর আগে ২০১৯-২১ মেয়াদেও তিনি একই প্যানেল থেকে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন।

মিশা-জায়েদ প্যানেলের সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা থাকা এই নায়িকার হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি নিয়ে নেটিজেন ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে তার রাজনৈতিক মতাদর্শের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ অবাক হয়েছেন তার এই ডিগবাজিতে। পদত্যাগের সেই ‘ব্যক্তিগত কারণ’ এবং বর্তমানের এই রাজনৈতিক উপস্থিতি—সব মিলিয়ে রোজিনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow