বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: অপু

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শরীয়তপুর একটি নদীবেষ্টিত জেলা। এ জেলার মানুষের জন্য নদীভাঙন দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা ও চরম দুর্ভোগের কারণ। প্রতিবছর অসংখ্য মানুষ বসতভিটা, আবাদি জমি ও জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। নদীভাঙন রোধ করা এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা। অপু আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী তীর সংরক্ষণ, স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের দোয়া কামনা করেন। পরে স্থানীয় দলীয় নেতা

বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: অপু

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শরীয়তপুর একটি নদীবেষ্টিত জেলা। এ জেলার মানুষের জন্য নদীভাঙন দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা ও চরম দুর্ভোগের কারণ। প্রতিবছর অসংখ্য মানুষ বসতভিটা, আবাদি জমি ও জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। নদীভাঙন রোধ করা এ অঞ্চলের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা।

অপু আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী তীর সংরক্ষণ, স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় তিনি ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের দোয়া কামনা করেন। পরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow