বিদেশি কূটনীতিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন
বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনের সব সদস্য অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নির্বাচনের সামগ্রিক দিকগুলো কূটনীতিকদের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।
বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনের সব সদস্য অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি নির্বাচনের সামগ্রিক দিকগুলো কূটনীতিকদের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।
What's Your Reaction?