বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর

বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের জোনাল জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহকে মারধর করার ঘটনা ঘটেছে।  বুধবার (১৪ জানুয়ারি) পৌরসভার বদরপুর ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, বদরপুর এলাকার বিদ্যুৎ গ্রাহক আলম খান পাঁচ মাসের বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লী বিদ্যুতের মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহ। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে মারধর করতে থাকেন আলম খান। মারধরের খবর পেয়ে মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এই ঘটনায় সহকারী জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের মারধর করার অভিযোগ আনা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হারুন অর রশিদ বলেন, আলম খানের পাঁচ মাসের বিলের টাকা বাকি ছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করলে আলম খান ক্ষুব্ধ হয়ে জুনিয়র ইঞ্জিনি

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর
বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের জোনাল জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহকে মারধর করার ঘটনা ঘটেছে।  বুধবার (১৪ জানুয়ারি) পৌরসভার বদরপুর ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, বদরপুর এলাকার বিদ্যুৎ গ্রাহক আলম খান পাঁচ মাসের বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লী বিদ্যুতের মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিলুল্লাহ। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে মারধর করতে থাকেন আলম খান। মারধরের খবর পেয়ে মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এই ঘটনায় সহকারী জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের মারধর করার অভিযোগ আনা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হারুন অর রশিদ বলেন, আলম খানের পাঁচ মাসের বিলের টাকা বাকি ছিল। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করলে আলম খান ক্ষুব্ধ হয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের ওপর হামলা চালায়। আমরা এরই মধ্যে আলম খানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow