বুধবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

চাঁদপুর জেলার মতলব, চাঁদপুর সদর, হাজিগঞ্জ, শাহরাস্তি এই ৪ উপজেলার সব এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৯ ডিসেম্বর) চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুর গ্যাস বিতরণ লাইন এবং হাজিগঞ্জ ও চাঁদপুর টাউন বোর্ডারিং স্টেশন (টিবিএস) এর জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত ও কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) রাত ১২টা থেকে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে জেলার চাঁদপুর সদর, মতলব, হাজিগঞ্জ, শাহরাস্তি এই চার উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করছেন। নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। 

বুধবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

চাঁদপুর জেলার মতলব, চাঁদপুর সদর, হাজিগঞ্জ, শাহরাস্তি এই ৪ উপজেলার সব এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৯ ডিসেম্বর) চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুর গ্যাস বিতরণ লাইন এবং হাজিগঞ্জ ও চাঁদপুর টাউন বোর্ডারিং স্টেশন (টিবিএস) এর জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত ও কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) রাত ১২টা থেকে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে জেলার চাঁদপুর সদর, মতলব, হাজিগঞ্জ, শাহরাস্তি এই চার উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করছেন। নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow