বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার’- এই স্লোগানে ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় তিনি ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা নিশ্চিতে বড় ধরনের বিনিয়োগ এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে ব্যাংকের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের ওপর জোর দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী। এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এ সময় তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সাফল্য ও ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী করপোরেট সুশাসন, মজবুত আর্থিক ভিত্তি এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি সুনাম তুলে ধরে বিস

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার’- এই স্লোগানে ১৭ ও ১৮ জানুয়ারি দুই দিনব্যাপী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় তিনি ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা নিশ্চিতে বড় ধরনের বিনিয়োগ এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে ব্যাংকের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের ওপর জোর দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী। এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

এ সময় তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সাফল্য ও ব্যাংকের মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী করপোরেট সুশাসন, মজবুত আর্থিক ভিত্তি এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি সুনাম তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ২০২৬ সালের জন্য ব্যবসার নতুন সম্ভাবনা ও ভবিষ্যৎমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

এতে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে এম আওলাদ হোসেনসহ উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার ব্যবস্থাপকগণরা। সম্মেলনে ২০২৫ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সাফল্যের জন্য স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগসমূহকে পুরস্কৃত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow